Friday, 22 June 2018

Rue fish salad(রুই মাছের সালাদ)


উপকরন:- লেটুসপাতা ৭-৮টি, খিরা কুচি ১ কাপ, মটরশুটি সিদ্ধ ১ কাপ, মাছ কিমা সিদ্ধ ১ কাপ, লবণ , গোলমরিচ পরিমানমত, ডিম সিদ্ধ ১ টি, লেবুর রস ১ চা চামস, সালাদ ড্রেসিং / কাপ।

১. সালাদ ড্রেসিং করে লেবুর রস, লবন , গোলমরিচ একসঙ্গে মিশাও। মাছ মটরশুটি ,খিরা ও ডিম দিয়ে হালকাভাবে মিশাও।
২. রু মাছের সালাদ তাজা লেটুস পাতা উপর দিয়ে পরিবেশন কর।

1 comment: